রাত ৯টা ৫মি, ৮ মে বাংলাভিশন
রবীন্দ্রনাথ ঠাকুরের 'নিষ্কৃতি' অবলম্বনে
বিশেষ নাটক 'প্রেম ও পিঞ্জর'
রচনা: শুভাশিস সিনহা
চিত্রনাট্য ও পরিচালনা: কাওনাইন সৌরভ
অভিনয়: জয়ন্ত চট্টোপাধ্যায়, সজল, অপর্ণা, সাবেরী আলম, কাজী উজ্জ্বল
নিম্নমধ্যবিত্ত হিন্দু পরিবারের মেয়ে মঞ্জুলিকা ওরফে মঞ্জু। একই গাঁয়ের অপেক্ষাকৃত ছোট জাতের যুবক পুলিনের সাথে বাল্যকাল থেকে মঞ্জুর সখ্যতা, প্রেম। কিন্তু মঞ্জুর বাবা তার স্ত্রীর সব অনুনয়কে উপেক্ষা করে মঞ্জুর বিয়ে দিলেন বাবার বয়সী পঞ্চাননের সাথে।
বিয়ের দিনই হার্ট এ্যাটাকে মারা গেল পঞ্চানন। সে ফিরে আসে বাবার বাড়ি। মা মঞ্জুর বাবাকে বলে পুলিনের সাথে মঞ্জুর বিয়ে দিয়ে দেবার জন্য। কিন্তু বাবা জানান মঞ্জুকে তিনি ব্রম্মচর্য শিক্ষা দেবেন। মেয়ের লজ্জিত একাকী জীবন দেখে অসুখে পড়ে মা একদিন ইহকালের মায়া ছাড়লেন। একদিন বাবাও তীব্র বাতের ব্যথায় বিছানায় ঠাঁই নেন। পুলিনকে ডাকা হয়। পুলিন তার চিকিৎসা করতে থাকে। তিনি সুস্থ হয়ে ওঠেন। পুলিন মঞ্জুর বাবার কাছে প্রস্তাব দেয় যে, সে মঞ্জুকে বিয়ে করবে। মঞ্জুর বাবা তাকে বলে মঞ্জু আর বিয়ে করবে না। সে এখন তাঁর কাছে সংযম শিখছে।
হঠাৎ মঞ্জু টের পায় বাড়িতে ঘটকের আনাগোনা আর বাপের নতুন বেশভুষা। সে বুঝতে পরে বাবা আবার বিয়ে করতে যাচ্ছে। বাবা নতুন বৌ নিয়ে ফিরে দেখে কেউ নেই। মঞ্জুলিকা লিখে রেখে গেছে চিঠি। সে নিজের মুক্তি খুঁজে নিয়েছে, পুলিনের সাথে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘প্রেম ও পিঞ্জর’। রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনীকাব্য নিষ্কৃতি অবলম্বনে নির্মিত এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় জয়ন্ত চট্টোপাধ্যায়, সজল, অপর্ণা, সাবেরী আলম, কাজী উজ্জ্বল প্রমুখ। নাটকটি বাংলাভিশনে প্রচার হবে ৮ মে, ২৫ বৈশাখ, শুক্রবার রাত ৯টা ৫মিনিটে। শুভাশিস সিনহা’র রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ।