সন্ধ্যা ৬টা ৩০ মি, ৫ মে, একুশে টেলিভিশন

দেশজুড়ে সংলাপের অতিথি

নির্ঝর চৌধুরী ও দবলীনা সূর দোলা

বিষয়: তারুণ্যের ভাবনায় রবীন্দ্রনাথ, এখনো সমসাময়িক

প্রযোজক : মাসুমা লিসা
সঞ্চালক : জামিল আহমেদ

রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু, গুরুদেব এবং বিশ্বকবি অভিধায় নন্দিত। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীকে সামনে রেখে আয়োজিত হয়েছে এবারের দেশজুড়ে সংলাপ। এবারের পর্বের আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘তারুন্যের ভাবনায় রবীন্দ্রনাথ, এখনো সমসাময়িক’। এ বিষয়ে আলোচনায় অংশ নিয়েছেন সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী ও সংগীতশিল্পী দবলীনা সূর দোলা।

শিল্পী নির্ঝর চৌধুরী ছায়ানটে শিক্ষকতা করছেন। পাশাপাশি তিনি সংগীত পরিচালক হিসেবে নিরীক্ষামূলক কাজ করছেন। অপরদিকে দেবলিনা সূর দোলা নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী। তিনিও রবীন্দ্রসংগীত নিয়ে নিরীক্ষামূলক কাজ করছেন।

সাতদিন/এমজেড

৫ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›