সন্ধ্যা ৬টা ২০ মি, ৬ মে, এসএটিভি
সন্ধ্যার মেঘমালায় রেবেকা সুলতানা
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
সহকারী প্রযোজনা: মনি পাহাড়ী
এসএ টেলিভিশনের বৈঠকী গানের নিয়মিত আসর ‘সন্ধ্যার মেঘমালা’র এবারের পর্বের অতিথি শিল্পী রবেকা সুলতানা। তিনি প্রধানত নজরুলসংগীত পরিবেশন করে থাকেন। পাশাপাশি তিনি উচ্চাঙ্গসংগীত ও দেশাত্মবোধক গানের চর্চা করে থাকেন।
রেবেকা সুলতানা সংগীত-ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। বদরুল আলম, রামগোপাল মোহন্ত এবং ওস্তাদ ফুল মোহাম্মদ-এর মত খ্যাতিমান সংগীতজ্ঞের কাছে তালিম নেওয়ার সৌভাগ্য হয় রেবেকা সুলতানার। খেলাঘরে গান পরিবেশনের মাধ্যমে তাঁর শিল্পীজীবনের শুরু। এরপর বেতার ও টেলিভিশনে নিয়মিত গান করেছেন।
কামরুজ্জামান রঞ্জু’র প্রযোজনায় ‘সন্ধ্যার মেঘমালা’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। সহকারী প্রযোজক হিসেবে থাকছেন মনি পাহাড়ী।
সাতদিন/এমজেড