সন্ধ্যা ৬টা ৪৫ মি, ৬ মে, এনটিভি
যে গান গৌরবে বহমান-এ গাইবেন
তানভীর আলম সজীব ও ফারজানা আলী
উপস্থাপনা: তপন মাহমুদ
পরিকল্পনা ও পরিচালনা: মোহাম্মাদ মোজাক্কের
এনটিভির সাপ্তাহিক গানের অনুষ্ঠান যে গান গৌরবে বহমান। আধুনিক বাংলা গানের এ অনুষ্ঠানে প্রতি পর্বে দুজন শিল্পী উপস্থিত থাকেন। শোনান জনপ্রিয় সব গান। গান চলার ফাঁকে ফাঁকে উপস্থাপকের সাথে আলাপচারিতায় বেরিয়ে আসে বিভিন্ন সময়ের স্মৃতিচারণাসহ ঐ গানের বৈশিষ্ট্য। কথা বলেন গানের নানান বিষয় নিয়ে। অনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন এ প্রজন্মের জনপ্রিয় দুই শিল্পী তানভীর আলম সজীব ও ফারজানা আলী।
গীতিকার মোহাম্মাদ মোজাক্কের-এর পরিকল্পনা ও পরিচালনায় ‘যে গান গৌরবে বহমান’ অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী তপন মাহমুদ।
সাতদিন/এমজেড