বিকাল ৪টা ৩০ মি, ৬ মে, এসএ টিভি
বিশিষ্ট সাংবাদিক সাদেক খান’কে নিয়ে অন্তরে মম
প্রযোজনা: ইয়াকুব আলী মিঠু
সহকারী প্রযোজক: জহির উদ্দিন রবিন
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান এমন এক পরিবারের সন্তান যে পরিবারটি ওতোপ্রতভাবে জড়িয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সাথে। তাঁর পিতা আব্দুল জাব্বার খান ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার এবং বিচারপতি। তাঁর ভাই-বোনদের মধ্যে রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টি’র সভাপতি এবং সেলিমা রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আরেক ভাই আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ কবিদের একজন। আরেক ভাই এনায়েতুল্লাহ একুশে পদক প্রাপ্ত সাংবাদিক।
সাদেক খান সাংবাদিকতা ও লেখালেখির মাধ্যমে অবদান রেখে চলেছেন। ২০১২ সালে তিনি ‘বাংলাদেশ গণশক্তি দল’ নামে একটি রাজনৈতিক দলও গঠন করেন।
এসএ টিভি’র লাইফ প্রোফাইল ভিত্তিক এই আনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইয়াকুব আলী মিঠু। সহকারি প্রযোজক হিসেবে আছেন জহির উদ্দিন রবিন। অনুষ্ঠানটি প্রতি বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হয়।
সাতদিন/এমজেড