সন্ধ্যা ৬টা ৩০ মি, ৬ ম, একুশে টেলিভিশন
তথ্যচিত্রের অনুষ্ঠান: ওয়ার্ল্ড স্টোরিস
এবারের প্রতিবেদন:
-মঙ্গলিয়ায় তৈরি উষ্ণ কম্বল
-গ্রীনল্যান্ডের ইনফ্রা সাউন্ড স্টেশন
-ইরাকের রেলওয়ের বর্তমান চিত্র
-ইউক্রেনে বরফের মধ্যে মাছ ধরা
সঞ্চালনা: রাজিব জামান
জার্মানীর ডয়েচে ভেলে টেলিভিশনে ‘ওয়ার্ল্ড স্টোরিস’ অনুষ্ঠানটি ইংরেজী, আরবী, স্প্যানিশ প্রভৃতি ভাষায় প্রচারিত হয়। একুশে টেলিভিশন বাংলায় এ অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশ ও বিশ্বকে দেশের মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় আজ দেখানো হবে চারটি প্রতিবেদন। এবারের পর্বে থাকছে মঙ্গলিয়া, গ্রীনল্যান্ড, ইরাক এবং ইউক্রেন নিয়ে প্রতিবেদন।
পৃথিবীর সবচেয়ে মোলায়েম ও সিল্কি কাশ্মিরী কম্বল তৈরি হয় মঙ্গোলিয়াতে। গোবি ভ্যালীর অত্যাধিক উচ্চতায় চরে বেড়ানো পশুর লোম দিয়ে কাশ্মিরী কাপড় তৈরি করেন স্থানীয় কারিগররা। মঙ্গোলিয়ার টিএমটিভি’র প্রতিবেদক এ সম্পর্কে জানাচ্ছেন বিস্তারিত।
গ্রীনল্যান্ড পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা মনিটরিং সিস্টেমের একটি অংশ। এখানে স্থাপিত ইনফ্রা সাউন্ড স্টেশন শব্দ গ্রহণ কেন্দ্র অবৈধ পারমাণবিক পরীক্ষা সনাক্ত করতে পারে এবং পারমাণবিক বিস্ফোরণের বিরুদ্ধে পৃথিবীব্যাপী আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিশ্চিত করে। ইউএনটিভি’র প্রতিবেদক ক্রিস্টি হ্যানসেন দেখিয়েছেন কিভাবে এ প্রতিষ্ঠানের কার্যকলাপ পৃথিবীকে নিরাপদ রাখতে পারে।
বর্তমানে জাতিগত সহিংসতার মধ্য দিয়ে গেলেও ইরাক কখনোই বিষাদময় জায়গা ছিলো না। অতীতের পূর্ণ বিকাশময় দিনগুলোতে ইরাকি রেলওয়ের যাত্রীবাহী ট্রেন ছিলো। যেগুলো নান্দনিক এবং আরামদায়ক বগির জন্য সবার কাছে গর্ব করতে পারতো। আল-সুমারিয়া টেলিভিশনের প্রতিবেদক ইশতিয়াক আবদেল ঐতিহ্যবাহী সেই ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের সাথে স্বর্ণালী দিনের স্মৃতিচারণ করেছেন।
ঘন্টার পর ঘন্টা বরফের মধ্যে মাছ ধরা ইউক্রেনিয়ানদের সময় কাটানোর অন্যতম একটি উপায়। কিন্তু এর সাথে যখন অ্যালকোহল যুক্ত হয়ে যায় তখন ব্যক্তিগত নিরাপত্তার কথাও তাদের অনেকেই ভুলে যায়। তাই ইউক্রেনিয়ান কর্তৃপক্ষ বর্তমানে মাছ ধরতে আসা মানুষদের আরো সতর্ক হতে উৎসাহিত করছেন। টিভিআই-এর প্রতিবেদক ইয়োগুস্ল্যাভ ক্রেচকো জানাচ্ছেন বিস্তারিত।
সাতদিন/এমজেড