প্রতিদিন সকাল ১০টা, ৬ থেকে ১০ মে, জিটিভি

হোম সিরিজের ২য় টেস্ট সরাসরি সম্প্রচার

বাংলাদেশ বনাম পাকিস্তান

১৭ এপ্রিল থেকে শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান হোম সিরিজ। ইতোমধ্যে হয়ে যাওয়া সবগুলো ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচে জয় লাভ করেছে বাংলাদেশ। এ ছাড়া সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছে। ৬ মে থেকে ১০ মে দ্বিতীয় টেস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গাজী টিভি।

বাংলাদেশ-পকিস্তান হোম সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে চ্যানেলটি বাংলাদেশ-পাকিস্তান হোম সিরিজের গুরুত্বপূর্ণ অংশের হাইলাইটস এর পাশাপাশি ক্রিকেট বিষয়ক বিশেষ টক শো ‘ক্রিকেট এক্সট্রা’ প্রচার করবে। মারিয়ার উপস্থাপনায় ক্রিকেট এক্সট্রা সরাসরি সম্প্রচারিত হবে স্টেডিয়াম থেকে। এই অনুষ্ঠানে প্রতিদিনের ম্যাচ নিয়ে পর্যালোচনা করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়ারবৃন্দ। এছাড়াও চ্যানেলটি প্রচার করবে শ্রাবণ্য’র উপস্থাপনায় ক্রিকেট ম্যানিয়া এবং সামিয়া’র উপস্থাপনায় ক্রিকেট হাইলাইটস নামে আরও দুটি অনুষ্ঠান।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী ছয় বছরের সবগুলো খেলার সম্প্রচার স্বত্ব পায় জিটিভি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ- পাকিস্তান হোম সিরিজ প্রচার করছে চ্যানেলটি।

সাতদিন/এমজেড

৬ মে ২০১৫

স্পোর্টস

 >