রাত ১১টা ৩০ মি, ১৪ জুন, গাজিটিভি

সাঁতারু ব্রজেন দাস’কে নিয়ে এবারের বাঙালি বিশ্বময়

উপস্থাপনা: রোকেয়া প্রাচী
প্রযোজনা: অরিন্দম মুখার্জী বিংকু


বিখ্যাত সাঁতারু ব্রজেন দাস সাঁতরে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেন ১৯৫৮ সালে। সে সময় ইংলিশ চ্যানেল অতিক্রমের সাঁতার প্রতিযোগিতায় ২৩টি দেশ অংশ নিয়েছিল যেখানে পাকিস্তানের পক্ষ থেকে অংশ নিয়েছিলেন ব্রজেন দাস। তিনি এরপর আরও ৫ বার ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। ১৯৬১ সালে তিনি ১০ ঘন্টা ৩৫ মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড করেন। তিনি আজ বাঙালির গর্ব। তাঁকে নিয়ে নির্মিত হয়েছে বিশ্ববিখ্যাত বাঙালিদের নিয়ে গাজি টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘বাঙালি বিশ্বময়’-এর এবারের পর্ব।


ব্রজেন দাস জন্মগ্রহন করেন মুন্সিগঞ্জ জেলায়, ১৯২৭ সালে। কলকাতার বিদ্যাসাগর কলেজে তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেন। বুড়িগঙ্গা নদীতে সাঁতার কেটে তাঁর সাঁতারে হাতেখড়ি হয়। তিনি পশ্চিম বঙ্গে এবং পূর্ব পাকিস্তানে বহুবার জাতীয় পর্যায়ে সাঁতারে স্বর্ণপদক লাভ করেছেন। ১৯৫৮ সালে তিনি ইতালির কাপ্রি দ্বীপ হতে ন্যাপোলি পর্যন্ত ৩৩ কিলোমিটারের দূর পাল্লার আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করেন। ১৯৯৮ সালে এই মহান বাঙালি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

‘বাঙালি বিশ্বময়’ অনুষ্ঠানটিতে তুলে ধরা হবে ব্রজেন দাসের লাইফ প্রফাইল, দুর্লভ ভিডিও ফুটেজ এবং তাঁর পরিচিত স্বজনদের বক্তব্য। দর্শকরা জানতে পারেন তাঁর সম্পর্কে নানা অজানা তথ্য। অনুষ্ঠানটি প্রযোজনা করেছনে অরিন্দম মুখার্জী বিংকু এবং সঞ্চালনা করেছেন প্রখ্যাত অভিনেত্রী রোকেয়া প্রাচী।

সাতদিন/এমজেড

১৪ জুন ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›