১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা, শিল্পকলা একাডেমি, ঢাকা
লালনের দর্শন নিয়ে
মঞ্চ নাটক: বারামখানা
পরিবেশনায়: থিয়েটার (বেইলি রোড)
ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক ‘বারামখানা’। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘মনের মানুষ’ দ্বারা অনুপ্রাণিত হয়ে এই নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। নাটকের নির্দেশনায় থাকছেন প্রখ্যাত অভিনেত্রী ত্রপা মজুমদার। এটি নাট্যদল ‘থিয়েটার’ (বেইলি রোড)-এর ৪১তম প্রযোজনা। পরিবেশনা শুরুর আগে হল কাউন্টারে টিকেট পাওয়া যাবে। অগ্রিম টিকেটের জন্য ০১৫৫৬-৩৪০৫৭৪ নম্বরে ফোনে যোগাযোগ করা যাবে।
লালনের দর্শনকে কেন্দ্র করে নাটক ‘বারামখানা’র কাহিনী আবর্তিত হয়। লালনের সূত্র ধরেই আমাদের দেশের সমাজ-সংস্কৃতির প্রবহমানতা তুলে ধরা হয়েছে এই নাটকে। নাটকে একজন অতি সাধারণ মানুষ তাঁর চিন্তা ও দর্শনের শক্তিতে ইতিহাসের এক অমর চরিত্রে পরিণত হয় যাঁর নাম লালন।
সাতদিন/এমজেড