সন্ধ্যা ৬টা ২০ মি, ৭ মে, এসএটিভি
সন্ধ্যার মেঘমালায় তিমির নন্দী
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
সহকারী প্রযোজনা: মনি পাহাড়ী
এসএ টেলিভিশনের বৈঠকী গানের আয়োজন ‘সন্ধ্যার মেঘমালা’য় গান পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী। তিনি ওস্তাদ মুনশী রইস উদ্দিনের কাছে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন, পাশাপাশি শেখ লুতফর রহমান, সুধীন দাস ও সুখেন চক্রবর্তীর কাছে নজরুল সঙ্গীতে ও গণসঙ্গীতে তালিম নিয়েছেন। তবলা, গীটার, হারমোনিয়াম, পিয়ানো বাজাতেও এই শিল্পী পারদর্শী।
কামরুজ্জামান রঞ্জু’র প্রযোজনায় ‘সন্ধ্যার মেঘমালা’ অনুষ্ঠানটি এসএ তেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। অনুষ্ঠানটির সহকারী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন মনি পাহাড়ী।
সাতদিন/এমজেড