সকাল ১০টা ২০ মি, ৭ মে, বৈশাখী টেলিভিশন
আলাপ-এর অতিথি সাদি মহম্মদ
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা
সাদি মহম্মদ মূলত রবীন্দ্রসঙ্গীত গেয়ে জনপ্রিয়তা অর্জন করলেও দ্বিজেন্দ্র লাল, অতুল প্রসাদ ও রজনীকান্তের গানও তিনি গেয়ে থাকেন। পশ্চিম বঙ্গের শান্তিনিকেতনে সঙ্গীত সাধনা করার বিরল সুযোগ পাওয়া এই শিল্পী বাংলাদেশেত সঙ্গীত জগতে নিজ গুণে স্থায়ী আসন করে নিয়েছেন। বাংলাদেশে রবীন্দ্রসংগীতকে সর্বসাধারণের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখেছেন। এ পর্যন্ত তাঁর প্রায় অর্ধশত রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে।
সাদি মহম্মদ আসছেন বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’-এর অতিথি হয়ে। পলাশ মাহবুবের প্রযোজনায় অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শান্তা।
সাতদিন/এমজেড