রাত ৯টা ৩০ মি, ৭ মে, এসএটিভি
স্টার লাইন রান্নাঘর-এর অতিথি
শামীম জামান
প্রযোজনা: আবু জাফর রায়হান
ছোট পর্দার পরিচিত মুখ শামীম জামান। অভিনয় করেছেন বহু ধারাবাহিক, একক নাটক ও টেলিফিল্মে। অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন। তাঁর পরিচালনায় জানপ্রিয়তা পাওয়া নাটকগুলোর মধ্যে রয়েছে—‘ভেসপা ১৫০’, ‘রজব আলী ও তাঁর কাফনের কথা’, ’৩৬ খালেক’ ইত্যাদি। তাঁকে আজ দেখা যাবে নতুন ভূমিকায়। এসএ টেলিভিশনের রান্না বিষয়ক অনুষ্ঠান ‘স্টার লাইন রান্না ঘর’-এর অতিথি হিসেবে দেখা যাবে তাঁকে।
টিভি নাটকের পাশাপাশি শামীম জামান মঞ্চে অভিনয় করে আসছেন নিয়মিত। ১৯৮৯ সাল থেকে তিনি এটিহ্যবাহী নাট্য সংগঠন আরণ্যকের সাথে যুক্ত। এ ছাড়া তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। শামীম জামান অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘আধিয়ার’, ‘বাংলা মায়ের দামাল ছেলে’ ও ‘ছানা ও মুক্তিযুদ্ধ’।
‘স্টার লাইন রান্নাঘর’ অনুষ্ঠানে তাঁর সাথে অংশ নেবেন একজন শিক্ষানবিশ। তাদের কোন একটি বিশেষ খাবার রান্না, রন্ধন প্রনালী এবং ঐ খাবারের পুষ্টিগুণ ও অন্যান্য বিষয় উঠে আসবে এ অনুষ্ঠানে। প্রতিটি পর্বে দুটি করে রেসিপি থাকবে। একটি ওভেনে তৈরি করা হবে অন্যটি চুলায় রান্না করা হবে। আবু জাফর রায়হানের প্রযোজনায় অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতি বৃহষ্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড