রাত ১১ টা ২০মি, ৭ মে আরটিভি
রবি ঠাকুরের জন্মজয়ন্তীতে মিউজিক স্টেশনের বিশেষ পর্বে
অনিমা রায়, অভিক দেব, শিমুল মুস্তাফা ও শাকিলা মতিন মৃদুলা
উপস্থাপনা শ্রাবণ্য
প্রযোজনা শাহ আমীর খসরু
আরটিভির নিয়মিত লাইভ অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন’ । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ পর্বে অতিথি হয়ে আসছেন অনিমা রায়, অভিক দেব,শিমুল মুস্তাফা ও শাকিলা মতিন মৃদুলা। আজকের অনুষ্ঠানে রবিন্দ্রনাথের গান ও কবিতার ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি কথা বলবেন উপস্থিত শিল্পীরা। শোনাবেন দর্শকদের পছন্দের গান, কবিতা। কথা বলবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে।
মিউজিক স্টেশন সরাসরি সম্প্রচার হবে বৃহস্পতিবার রাত ১১ টা ২০ মিনিটে আরটিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল ,উপস্থাপিকা শ্রাবণ্য ও প্রযোজনা করেছেন শাহ আমীর খসরু।