রাত ১১টা, ৭ মে, মাছরাঙা টেলিভিশন
তোমায় গান শোনাবো’র অতিথি
ফাহিম হোসেন চৌধুরী
উপস্থাপনা: কৌশিক শংকর দাশ
প্রযোজনা: সাইফুল ইসলাম
স্বনামধন্য রবীন্দ্রসংগীতশিল্পী ফাহিম হোসেন চৌধুরী দীর্ঘ দিন ধরে সংগীত চর্চা করে আসছেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী ফাহিম রবীন্দ্রসংগীতের তালিম নিয়েছেন প্রাণবন্ধু সাহা এবং সেলিম মজুমদারের কাছে। এ ছাড়া তিনি শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন ওস্তাদ নিতাই রায়-এর কাছে।
তিনি আসছেন মাছরাঙা টেলিভিশনের নিয়মিত বৈঠকী গানের আয়োজন ‘তোমায় গান শোনাবো’র অতিথি হয়ে। দুই ঘন্টা ব্যাপ্তির এই অনুষ্ঠানটি সরাসরি মাছরাঙা টেলিভিশনের স্টুডিও থেকে সম্প্রচারিত হবে। অনুষ্ঠান চলাকালিন দর্শকরা ফোন করে তাঁদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন। সাইফুল ইসলাম-এর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কৌশিক শংকর দাশ। অনুষ্ঠানটি প্রতি বৃহষ্পতিবার রাত ১১টায় মাছারাঙা টেলিভিশনে প্রচারিত হয়।
সাতদিন/এমজেড