বিকাল ৪টা ৩০ মি, ৭ মে, পাঠশালা সিনেক্লাব, ঢাকা
এক টিকেটে দুই সিনেমা এবং রাজিয়া কাদেরের সাথে আড্ডা
পাঠশালা সিনেক্লাবের উদ্যোগে ধানমণ্ডিস্থ পাঠশালা সিনেক্লাবের কার্যালয়ে দুইটি চলচ্চিত্রের প্রদর্শনী ও চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজিয়া কাদিরের সাথে আড্ডার আয়োজন করা হয়েছে। ৭ মে বিকাল ৪টা ৩০ মিনিট থেকে শুরু হতে যাওয়া এই আয়োজন ক্লাবের সদস্যরা ৮০ টাকা দিয়ে এবং অন্যরা ১০০ টাকা দিয়ে নাম নিবন্ধনের মাধ্যমে উপভোগ করতে পারবেন। আয়োজনের অংশ হিসেবে রাজিয়া কাদির পরিচালিত তথ্যচিত্র ‘সারভাইভিং দ্য সুন্দরবনস’ এবং ‘দ্য বেঙ্গল টাইগার হ্যাবিট ইন দ্য সুন্দরবনস’ প্রদর্শিত হবে।
উল্লেখ্য, রাজিয়া কাদির ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্য এবং সমাজ বিজ্ঞানে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন। ১৯৮১ থেকে ৯০ পর্যন্ত তিনি আড়ং, এয়ার ইন্ডিয়া, টেম্পো ইন্টান্যাশনাল ট্রেডিং কোম্পানি’তে বিভিন্ন পদে কাজ করেছেন। এরপর তিনি ইউনিসেফ-এর কমিউনিকেশন কনসাল্টেন্ট হিসেবে কাজ করেছেন এবং বেশ কিছু দিন ইউরোপে বসবাস করেছেন। ১৯৯৬ সাল থেকে তিনি পরিবেশবাদী সংগঠন ‘ধারিত্রী’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাতদিন/এমজেড