সন্ধ্যা ৬টা ৩০ মি, ৮ মে, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা
নির্ঝর চৌধুরীর একক সংগীতসন্ধ্যা
রাজধানীর গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী নির্ঝর চৌধুরী’র অংশগ্রহনে এক সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ছায়ানট সংগীত বিদ্যায়তনের শাস্ত্রীয় সংগীত ও রবীন্দ্রসংগীতের শিক্ষক বাংলাদেশের খ্যাতিমান শিল্পীদের একজন। সংগীত পরিবেশনার পাশাপশি তিনি সংগীত পরিচালনাও করে থাকেন। বিভিন্ন টেলিফিল্ম ও ও মঞ্চ পরিবেশনায় তিনি সংগীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
নির্ঝর চৌধুরী ফিউশন ব্যান্ড ‘ধারক’-এর একজন সদস্য। এ ছাড়া তিনি সর্বশ্রী ফাউন্ডেশন এবং সাধনা’র একজন শিক্ষক। তিনিই প্রথম বাংলাদেশী যিনি মঞ্চে কর্নাটকী বা দক্ষিণ ভারতীয় উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেছেন।
সাতদিন/এমজেড