সন্ধ্যা ৬টা ৩০ মি, ২২ আগস্ট, শিল্পকলা একাডেমি, ঢাকা
শ্যামাপ্রেম-এর মঞ্চায়ন
পরিবেশনায়: প্রাঙ্গণেমোর
কবি গুরু রবীন্দ্রনাথের বিখ্যাত নৃত্যনাট্য ‘শ্যামা’ অবলম্বনে রচিত হয়েছে মঞ্চ নাটক ‘শ্যামাপ্রেম’। ২২ আগস্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটকটির মঞ্চায়ন হবে রাজধানীর গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১)। চিত্তরঞ্জন ঘোষের নাট্যরূপে নাটকটির নির্দেশনায় রয়েছেন অনন্ত হিরা। নর-নারীর প্রেমই এই নাটকের মূল উপজীব্য। নাটকটিতে অভিনয় করছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, ইউসুফ পলাশ, নিজাম লিটন, শুভেচ্ছা, আশা, আবু হায়ত জসিম, রিগ্যান রত্ন, জসিম, সুজন, সুজয়সহ আরো অনেকে।
দরিদ্র কৃষক পরিবারের মেয়ে শ্যামা জমিদারের লোক দ্বারা অপহৃত হয় এবং এবং রাজদরবারের নর্তকীর জীবন বেছে নিতে বাধ্য হয়। শ্যামা ভালোবাসে বজ্র সেনকে। বজ্র সেন সুবর্ণ দ্বীপ হতে এক মহামূল্যবান ইন্দ্রমণির হার নিয়ে এসেছে। এদিকে রাজদরবার হতে একটি মূল্যবান হার চুরি হয়ে যাওয়ায় রাজকোটাল চোর খুঁজে বেড়াচ্ছে। রাজকোটাল বজ্র সেনকে চোর বানিয়ে রাজার কাছে নিজের মান রক্ষা করতে চায়। বজ্র সেন পালিয়ে বেড়ায়। অপর দিকে উত্তীয় নামের এক যুবক ভালোবাসে শ্যামাকে। সে শ্যামার জন্য যেকোন কিছু করতে প্রস্তুত।
বজ্র সেন এক সময় রাজকোটালের হাতে ধরা পড়ে যায়। তখন শ্যামার অনুরোধে বজ্র সেনকে বাঁচাতে উত্তীয় নিজেকে চোর বলে পরিচয় দেয়। রাজকোটাল তখন বজ্র সেনকে ছেড়ে দিয়ে উত্তীয়কে গ্রেপ্তার করে এবং উত্তীয়র মৃত্যুদ্বন্ড হয়। শ্যামা অবশেষে তার কাঙ্ক্ষিত মানুষ বজ্র সেনকে লাভ করে। কিন্তু তার মন থেকে উত্তীয়কে মুছে ফেলতে পারে না। সখীদের নিষেধ সত্বেও শ্যামা বজ্র সেনকে বলে ফেলে উত্তীয়র আত্মত্যাগের কথা। এতে বজ্র সেন ক্ষিপ্ত হয়ে উঠে এবং শ্যামাকে পরিত্যাগ করে।
সাতদিন/এমজেড