রাত ৮টা ৪৫ মি, ৮ মে এটিএন বাংলা

রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে

নাটক ‘মাল্যদান’

নাট্যরূপ ও পরিচালনা: অঞ্জন আইচ
অভিনয়: মৌ, সামিহা ও শ্যামল মাওলা, টুটুল চৌধুরী

মূলত নিঃসন্তান এক রমনী এবং তার পালিত কন্যা কুড়ানীকে নিয়েই গড়ে উঠেছে মাল্যদান নাটকের গল্প। নিঃসন্তান পটল, কুড়ানিকে পেয়ে ভুলে যায় অন্য সবকিছু। একদিন পটলের বাড়ি বেড়াতে আসে তার ভাই যতীন। ভাইকে বিয়ে করানোর জন্য পটলের তোড়জোড় শুরু হয়ে যায়। হঠাৎ কুড়ানিকে ফুলের মালা দিয়ে যতীনের ঘরে পাঠিয়ে দেয় পটল। তার দুষ্টুমি বোঝে না কুড়ানি, স্বামী ভেবেই যতীনকে মালা দেয় সে। যতীনের কথায় ভুল ভাঙলে বাড়ি ছেড়ে চলে যায় কুড়ানি। তাকে হারিয়ে পটলের নাওয়া-খাওয়া বন্ধ। এদিকে যতীন জানতে পারে, প্লেগ রোগে আক্রান্ত হয়ে একজন নতুন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে, যার নাম কুড়ানি। এভাবেই এগিয়ে যায় গল্পেন কাহিনী।

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এটিএন বাংলায় ৮ মে রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘মাল্যদান’। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে এর নাট্যরূপ ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। নাটকটিতে কুড়ানী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌ। এছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন সামিহা ও শ্যামল মাওলা, টুটুল চৌধুরী প্রমুখ।

৮ মে ২০১৫

নাটক

 >  Last ›