সন্ধ্যা ৭টা ৩০ মি, ৮ মে, এসএটিভি
রবীন্দ্রজয়ন্তীর বিশেষ আয়োজন
রাঙিয়ে দিয়ে যাই
সংগীত: অদিতি মহসিন, তপন মাহমুদ, ফাহমিদা নবী, লিলি ইসলাম, আজিজুর রহমান তুহিন, অনিমা রায়, শিমু দে, দেবলিনা সুর ও উত্তরায়ন
আবৃত্তি: ইকবাল বাহার চৌধুরী, আরমান পারভেজ মুরাদ ও শারমিন লাকী
সঞ্চালনা: হাসান আবিদুর রেজা জুয়েল
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
যে গুনীর রচনা বাংলাসাহিত্যকে পৌঁছে দিয়েছে বিশ্বসাহিত্যের সুউচ্চ শিখরে, যাঁর বহুমাত্রার লেখনী বহন করে এনেছে বাঙালীর জন্য চিরন্তন গৌরব আর সম্মান— সেই পূণ্যজন আমাদের কবিগুরু, বিশ্বজনের বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মদিন আগামী শুক্রবার ২৫ শে বৈশাখ। বিশ্বকবিকে শ্রদ্ধা জানাতে এসএ টেলিভিশনের বিশেষ আয়োজন কবির ঋতু পর্যায়ের গান ও সংলাপে গাঁথা ‘‘রাঙিয়ে দিয়ে যাই”। ৮ই মে ২০১৫ (২৫ শে বৈশাখ ১৪২২) শুক্রবার, ইউসিবি ফ্যামিলি লাউঞ্জ, উত্তরা ক্লাব থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এসএ টিভি। যৌথ আয়োজনে-এসএটিভি ও উত্তরা ক্লাব লিমিটেড।
এই অনুষ্ঠানে সংগীত পরিবেশনক করবেন অদিতি মহসিন, তপন মাহমুদ, ফাহমিদা নবী, লিলি ইসলাম, আজিজুর রহমান তুহিন, অনিমা রায়, শিমু দে, দেবলিনা সুর ও উত্তরায়ন। পাশাপাশি আবৃত্তি করবেন ইকবাল বাহার চৌধুরী, আরমান পারভেজ মুরাদ ও শারমিন লাকী। কামরুজ্জামান রঞ্জু’র প্রযোজনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন হাসান আবিদুর রেজা জুয়েল।
সাতদিন/এমজেড