সকাল ১১টা ৩০ মি, ৮ মে, এসএটিভি
রবীন্দ্র জন্মজয়ন্তীতে নৃত্যানুষ্ঠান
দুলেছি দোলায়
অংশগ্রহণে: অনিক বোস, বাবু, স্মিতা, মুনমুন, রুম্পা, জুই, ঐন্দ্রিলা ও অন্তু
নৃত্য পরিচালনায়: অনিক বোস
প্রযোজনা: বিকাশ সরকার
রবীন্দ্রনাথের ১৫৪তম জন্মজয়ন্তীতে এসএ টেলিভিশনের বিশেষ আয়োজন নৃত্যানুষ্ঠান ‘দুলেছি দোলায়’। এতে অংশগ্রহণ করেছেন নৃত্য শিল্পী অনিক বোস, বাবু, স্মিতা, মুনমুন, রুম্পা, জুই, ঐন্দ্রিলা, অন্তু এবং নৃত্য পরিচালনায় থাকছেন অনিক বোস।
বিকাশ সরকার-এর প্রযোজনায় বিশেষ নৃত্যানুষ্ঠান ‘দুলেছি দোলায়’ এসএ টেলিভিশনে প্রচারিত হবে ৮ মে ২০১৫ (শুক্রবার) ২৫ শে বৈশাখ সকাল ১১টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড