বিকাল ৪টা, ৮ মে, এসএটিভি

রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে

একক নাটক: বদনাম

চিত্রনাট্য ও পরিচালনা: অঞ্জন আইচ
অভিনয়: সাদিয়া ইসলাম মৌ, মাজনুন মিজান, টুটুল চৌধুরী

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে এসএ টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘বদনাম’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে বাংলার এক সাধারণ গৃহবধুর স্বদেশী হয়ে ওঠার গল্প এই নাটকের মূল প্লট। নাটকটির মূল চরিত্র সদুমনির মধ্য দিয়ে লেখক নারীদের কথা বলেছেন। নাটকটিতে মানুষের সমাজ ও ব্যক্তি জীবনের নানা দ্বন্দ উঠে এসেছে।

অঞ্জন আইচ এর চিত্রনাট্য ও পরিচালনায় ‘বদনাম’ নাটকে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, মাজনুন মিজান, টুটুল চৌধুরী।

সাতদিন/এমজেড

৮ মে ২০১৫

নাটক

 >  Last ›