সকাল ৯টা ১০ মি, ৮ মে এটিএন বাংলা
মনের মাঝে যে সুর বাজে
রবীন্দ্রনাথের গান ও কবিতা নিয়ে স্বপ্নীল সজীব, লুইপা ও পোলাক
উপস্থাপনা: স্বপ্নীল সজীব
পরিকল্পনা ও পরিচালনা: রুমানা আফরোজ
রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ৮ মে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মনের মাঝে যে সুর বাজে’। সঙ্গীত এবং কবিতার সমন্বয়ে অনুষ্ঠানটি সাজানো হায়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনার পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেছেন শিল্পী স্বপ্নীল সজীব। এছাড়া শিল্পী লুইপার সঙ্গীতের পাশাপাশি রয়েছে সামিউল ইসলাম পোলাক এর আবৃত্তি পরিবেশনা। অনুষ্ঠানের পরিবেশনা গুলো হলো আনন্দ লোকে (ডুয়েট), শ্যামলও সুন্দরো (আবৃত্তি ও গান), নির্ভয় কবিতা ও আমার পরান যাহা চায় (গান), তোমার খোলা হাওয়া (গান), ভানুসিংহ পদাবলী-সাজানি সাজানি রাধিকা গান এবং ফুলে ফুলে গান। রুমানা আফরোজের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে সকাল ৯টা ১০ মিনিটে।