সন্ধ্যা ৭ টা ৪০ মি, ৮ মে আর টিভি

রবীন্দ্রনাথের ছোট গল্প থেকে

নাটক: রবিবার

চিত্রনাট্য ও পরিচালনা সুমন আনোয়ার
নূসরাত ইমরোজ তিশা, রওনক হাসান, হাসান ইমাম

রবীন্দ্র জন্ম বার্ষিকী উপলক্ষে আরটিভি’তে প্রচার হবে বিশেষ নাটক রবিবার। সুমন আনোয়ারের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন, নূসরাত ইমরোজ তিশা, রওনক হাসান, হাসান ইমাম প্রমূখ। প্রচার হবে আরটিভিতে ৮ মে, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে।

বেশ কয়েকটি চরিত্রে ইতোমধ্যে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী নূসরাত ইমরোজ তিশা। রক্তকরবীর নন্দিনী, একরাত্রির সুরবালা, শেষের কবিতার লাবণ্য এবং কৃষ্ণকলি কবিতার কৃষ্ণকলির পরে এবার তিনি অভিনয় করছেন রবীন্দ্রনাথের ছোটগল্প রবিবার-এর বিভা চরিত্রে। ছোটগল্পের মধ্যে এই গল্পটি রোমান্টিক । তথাকথিত প্রেমের ভিন্ন সংজ্ঞা পাওয়া যায় গল্পটিতে। অপার্থিব প্রেমেআবদ্ধ একটি জুটির শিল্পবোধ, দর্শন, ধর্মবোধ, আদান-প্রদান, মনস্তত্ব, অন্তর্নিহিত অনুভূতির প্রকাশএখানে মুখ্য।

৮ মে ২০১৫

নাটক

 >  Last ›