রাত ১১টা, ৮ মে, মাছরাঙা টেলিভিশন
আনপ্লাগড-এ রবীন্দ্রসংগীত
অংশগ্রহনে: প্রিয়াঙ্কা গোপ, নির্ঝর, পাগলা বাবুল ও নির্ঝর চৌধুরী
প্রযোজনা: জাবেদ ইকবাল তপু
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজনে সাজানো হয়েছে মাছরাঙা টেলিভিশন-এর ফিউশন মিউজিকের অনুষ্ঠান ‘অলিম্পিক এনার্জি প্লাস আনপ্লাগড’। এতে গান পরিবেশন করবেন প্রিয়াঙ্কা গোপ, নির্ঝর, পাগলা বাবুল ও নির্ঝর চৌধুরী। ৮ মে, শুক্রবার রাত ১১ টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। প্রযোজনা করেছেন জাবেদ ইকবাল তপু।
সাতদিন/এমজেড