রাত ১২ টা ২ মি, ৮ মে, মাছরাঙা টেলিভিশন
রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে
বিশেষ নাটক: দর্পহরণ
পরিচালনা: শুভ্র আহমেদ
অভিনয়: বিদ্যা সিনহা মীম, নিলয়
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিরতিহীন নাটক ‘দর্পহরণ’। এতে দেখা যাবে, জীবনে প্রথমবারের মত বাবা আবরার আহমেদ- আর পুত্র নীলাভ্রের সিদ্ধান্ত মিলে যায়, বাড়িতে আসে নীলাভ্রের স্ত্রী নির্ঝর। কিন্তু বাসর রাতেই নীলাভ্র আর নির্ঝরের উপর নেমে আসে আবরার সাহেবের কঠোর নিষেধাজ্ঞা, সামনে ওকালতির শেষ পরীক্ষা, তাই নীলাভ্রকে পড়াশোনার জন্য চলে যেতে হবে হোস্টেলে। আর এই সময়টা নির্ঝর ব্যয় করবে কম্পিউটার এক্সপার্ট হবার জন্য। নীলাভ্রকে চলে যেতে হয় সেই রাত্রেই। বুদ্ধিমতী নির্ঝর বিরহের বোঝা না বাড়াতে ফেসবুকে যোগাযোগ রাখে নীলাভ্রের সাথে। এক পর্যায়ে আবরার সাহেবের হাতে ধরা পড়লে কম্পিউটারও ফসকে যায় নির্ঝরের হাত থেকে। বাবার অফিসের সময়ে যোগাযোগ করে তারা। কয়েকবার ধরা পড়ার পর নিজের বাড়িতে চোরের মত প্রত্যাবর্তন ঘটে নীলাভ্রের। শাস্তিস্বরূপ বাড়ির দুই দিকের দুই রুমে নির্বাসন দেয়া হয় দু’জনকে। দেখা হলেও কথা বলা যাবে না, চলতে হবে অপরিচিতের মত। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন শুভ্র আহমেদ। অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, নিলয়সহ আরও অনেকে। নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ৮ মে, শুক্রবার রাত ১২ টা ২ মিনিটে।
সাতদিন/এমজেড