সকাল ১০টা ৪০ মি, ৮ মে আর টিভি
তারকালাপ এর অতিথি মিতা হক
উপস্থাপনায়: পারিহা লিমা
প্রযোজনা: এম সামসুদ্দিন মিঠু
২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্ম বার্ষিকী। এ উপলক্ষে ৮ মে সেলিব্রেটি আড্ডানুষ্ঠান প্রান ম্যাংগো তারকালাপে অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। এম সামসুদ্দিন মিঠুর প্রযোজনায় পারিহা লিমার উপস্থাপনায় সকাল ১০ টা ৪০ মিনিটে আর টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে এ অনুষ্ঠানটি।
আমাদের দেশের সঙ্গীত জগতের অতি পরিচিত নাম মিতা হক। রবীন্দ্রসঙ্গীতের জগতে দুই বাংলার প্রধান শিল্পীদের একজন। পারিবারিক পরিমণ্ডলে গানের স্পর্শে বেড়ে ওঠেন এই শিল্পী। অনুপ্রেরণা পেয়েছেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব চাচা ওয়াহিদুল হকের কাছে। এ ছাড়া স্বামী প্রয়াত অভিনেতা খালেদ খানও ছিলেন ভালো শ্রোতা।
মিতা হক বিভিন্ন সময়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ছায়ানট ও আনন্দ ধ্বনির মত সংগঠনের সাথে ছিলেন এই নিবেদিত প্রাণ শিল্পী।