বিকাল ৫টা ৩০ মি, ৮ মে, এসএটিভি

বেলাশেষে’র অতিথি

সংগীতশিল্পী মিতা হক

প্রযোজনা: কাজী চপল

এসএ টেলিভিশনের সান্ধ্যকালিন আড্ডার অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হিসেবে থাকছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। প্রখ্যাত সংগীত-পরিবারে জন্মগ্রহন করা এই শিল্পী ১৯৭৭ সাল থেকেই বিভিন্ন গণমাধ্যমে সংগীত পরিবেশন শুরু করেছেন। দেশবরেণ্য সংগীতজ্ঞ ও গবেষক ওয়াহিদুল হক ছিলেন তাঁর চাচা। সেই সুবাধে চাচার কাছেই তাঁর গান শেখার শুরু। এরপর ওস্তাদ মোহাম্মদ হোসেব খান ও সনজিদা খাতুনের কাছে গান শিখেছেন।

‘বেলাশেষে’ অনুষ্ঠানে এই গুণী শিল্পী জানাচ্ছেন তাঁর জীবনের স্মৃতিময় ঘটনা, বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে। কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে।

সাতদিন/এমজেড

৮ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›