বিকাল ৫টা ৩০ মি, ৮ মে আর টিভি
নৃত্যনাট্য 'চিত্রাঙ্গদা'
পরিবেশনায়: শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ
রবি ঠাকুরের জন্মজয়ন্তীতে আর টিভি আয়োজন করেছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার। এ উপলক্ষে ৮ মে প্রচার করা হবে নৃত্যনাট্য 'চিত্রাঙ্গদা'। পরিবেশনা করবেন দেশের প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ। ২৫ বৈশাখ নৃত্যনাট্য চিত্রাঙ্গদার দ্বিতীয়,শেষ পর্বটি প্রচারিত হবে বিকাল ৫টা ৩০ মিনিটে।