সকাল ৮টা ১৫ মি, ৬ আগস্ট, বৈশাখী টেলিভিশন

তথ্যচিত্র: টাইমলেস গীতাঞ্জলি

পরিচালনা: চঞ্চল খান
অংশগ্রহণে: রোকেয়া প্রাচী, ড. আতিউর রহমান


২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এ দিন সকাল ৮টা ১৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে রবীন্দ্রসঙ্গীতশিল্পী চঞ্চল খানের পরিচালনায় নির্মিত তথ্যচিত্র ‘টাইমলেস গীতাঞ্জলি’।

৫০ মিনিটের এই তথ্যচিত্রে ১৯১০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি রচনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সেই সঙ্গে কিভাবে ১৯১২ সালে গীতাঞ্জলি ইংরেজি সংস্করণ তৈরি হয় সেটিও তুলে ধরা হয়। এরপর উঠে আসে নোবেল পুরস্কার জয়ের বিষয়টি। তথ্যচিত্রটিতে বরেণ্য রবীন্দ্রগবেষক, শিল্পীর সাক্ষাৎকার রয়েছে।

সাতদিন/এমজেড

৬ আগস্ট ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›