রাত ১১টা, ৮ মে ও সকাল ৮ টা, ৯ মে, বৈশাখী টেলিভিশন
বিশেষ সময় কাটুক গানে গানের শিল্পী
অদিতি মহসিন এবং চঞ্চল খান
উপস্থাপনা: শ্রাবন্য তৌহিদা
প্রযোজনা: রবিউল হাসান সুজন
রবীন্দ্র জয়ন্তীর বিশেষ সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী অদিতি মহসিন এবং চঞ্চল খান। টেলিফোনে সরাসরি দর্শকরাও অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারবেন। রবিউল হাসান সুজনের প্রযোজনায় শ্রাবন্য তৌহিদার উপস্থাপনায় সময় কাটুক গানে গানে প্রচারিত হবে ৮ মে রাত ১১ টায়।