রাত ৮টা, ৮ মে বৈশাখী টেলিভিশন

বিশেষ টেলিফিল্ম- রচি মম ফাল্গুনে

রচনা ও পরিচালনা : রওনক হাসান
অভিনয় : রওনক হাসান ও তিশা

সমিক প্রায়ই একটি মেয়েকে স্বপ্ন দেখে। সমিকের ধারণা বাস্তবেও সে মেয়েটিকে কোথায় যেন দেখেছে। একদিন স্বপ্নের সেই মেয়েটি রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের নন্দিনী হয়ে বাস্তবে তার সামনে এসে দাঁড়ায়।
রওনক হাসানের কাহিনী-চিত্রনাট্য-পরিচালনায় প্রচার হবে টেলিফিল্ম 'রচি মম ফাল্গুনী'। এ নাটকে প্রধান একটি চরিত্রে তিশা ও তার বিপরীতে অভিনয় করেছেন রওনক হাসান। এতে আরও অভিনয় করেছেন, ওয়াহিদা মলি্লক জলি, আবদুল্লাহ রানা, সাবিহা জামান, রিতু, এ সাত্তার, পলাশ চৌধুরী, মাহাদি হাসান পিয়াল। টেলিফিল্মটি প্রচার হবে ৮মে বৈশাখী টেলিভিশনে রাত ৮টায়।

৮ মে ২০১৫

নাটক

 >  Last ›