রাত ৮টা, ৯ মে ও সকাল ৮ টা ১৫ মি, ১০ মে, বৈশাখী টেলিভিশন
মিউজিক ট্রেন এ ঝিলিক
প্রযোজনা: এস আর রোমেল
উপস্থাপনা: আর্নিক
গান নিয়ে সরাসরি আড্ডার অনুষ্ঠান ‘মিউজিক ট্রেন’। প্রতিটি পর্বে এ প্রজন্মের একজন করে সঙ্গীতশিল্পী উপস্থিত থাকেন। মিউজিক ট্রেন এ আজকের অতিথি 'চ্যানেল আই সেরা কণ্ঠ' বিজয়ী জানিতা আহমেদ ঝিলিক। ২০০৯ সালে ঝিলিকের প্রথম অ্যালবাম 'আমার কি দোষ' সাউন্ডটেক থেকে প্রকাশিত হয়। এর তিন বছর পর দ্বিতীয় একক 'ঝিলিক' বাজারে আসে। মধুমতি ও মনে মনে ভালবাসি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি। এ পর্যন্ত আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, সুইডেন, দুবাই এবং কাতারে স্টেজ শো করেছেন ঝিলিক।
বর্তমানে স্টেজ শোর পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলে গানের অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করছেন কণ্ঠশিল্পী জানিতা আহমেদ ঝিলিক। এস আর রোমেল-এর প্রযোজনায় মিউজিক ট্রেন আনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আর্নিক।