রাত ৯টা, ৯ মে, মাছরাঙা টেলিভিশন

অদিতি মহসিনের উপস্থাপনায়

আলোর ভূবনে’র অতিথি আসাদ চৌধুরী

গান গাইবেন অনিন্দিতা চৌধুরী

দেশবরেণ্য কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী ১৯৪৩ সালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে জন্মগ্রহন করেন। সাহিত্য চর্চার পাশাপাশি মনোগ্রাহী টেলিভিশন উপস্থাপনা ও আবৃত্তির মাধ্যমেও মানুষের মন জয় করেছেন এই সর্বজনশ্রদ্ধেয় সাহিত্যিক। বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, কবিতা পরিষদ পুরস্কার’সহ বহু উপাধী ও সম্মানে ভূষিত হয়েছেন তিনি। বর্তমানে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ জীবিত কবিদের মধ্যে তাঁর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি আসছেন মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আড্ডা ও গানের অনুষ্ঠান ‘আলোর ভূবনে’র অতিথি হয়ে। অনুষ্ঠানে তাঁর পছন্দের গান গেয়ে শোনাবেন ছায়ানট সংগীত বিদ্যায়তনে নজরুল সংগীত বিভাগে শিক্ষক অনিন্দিতা চৌধুরী।

নতুন প্রজন্মের গুণী শিল্পী হিসেবে অনিন্দিতা ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি মূলত নজরুল সংগীত এবং রাগপ্রধান গানের শিল্পী। নজরুলের গানের পাশাপাশি তিনি দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন এবং পুরানো বাংলা গান পরিবেশন করে থাকেন। তিনি বাংলাদেশ নজরুল সংগীত শিল্পী পরিষদের আজীবন সদস্য। তিনি ২০০৪ সাল থেকে বাংলাদেশ বেতার এবং ২০০৭ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের তালিকভূক্ত শিল্পী।

‘আলোর ভূবনে’ অনুষ্ঠানটি স্বীকৃতি প্রসাদ বড়ুয়ার প্রযোজনায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় প্রতি শনিবার রাত ৯টায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন।

সাতদিন/এমজেড

৯ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›