৮ মে, চ্যানেল আই
প্রকাশ হচ্ছে
রেজওয়ানা চৌধুরী বন্যার অডিও এ্যালবাম
রবীন্দ্রজয়ন্তীতে ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশিত হচ্ছে রেজওয়ানা চৌধুরী বন্যার ‘ভরা থাক্ স্মৃতিসুধায়’ অডিও এ্যালবাম। আকর্ষণীয় কভারের এ্যালবামটি পচিশে বৈশাখ ৮ মে চ্যানেল আই প্রাঙ্গণে রবীন্দ্র মেলার মঞ্চে মোড়ক উন্মোচন হবে এবং একইদিন থেকে বাজাওে পাওয়া যাবে। এবি ব্যাংক নিবেদিত এলবামে রয়েছে ১০টি গান। গানগুলো হলো- বাজে বাজে রম্যবীণা বাজে, ও নিঠুর আরো কি বাণ তোমার তূণে আছে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ভরা থাক্ স্মৃতিসুধায়, প্রেমের ফাঁদ পাতা ভুবনে, না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে, সহে না যাতনা, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না, ভালোবেসে, সখি এবং নিভৃতে যতনে, কোন্ আলোতে প্রাণের। কোলকাতায় রেকর্ডিং করা গানগুলোর সংগীত পরিচালনা করেছেন পুলক সরকার।