রাত ১টা, ৮ মে , চ্যানেল আই
গ্রামীণফোন তৃতীয় মাত্রা’র বিশেষ পর্বে
আতাউর রহমান, শামসুল হক
উপস্থাপনা: ফরিদুর রেজা সাগর
পরিচালনা: জিল্লুর রহমান
চ্যানেল আই এর নিয়মিত অনুষ্ঠান গ্রামীণফোন তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব প্রচারিত হবে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে রাত ১টায়। এ দিন স্টুডিওতে সরারসি উপস্থিত থাকবেন নাট্য-ব্যাক্তিত্ব আতাউর রহমান এবং কবি সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানটির পরিকল্পনা পরিচালনা করেছেন জিল্লুর রহমান। বিশেষ এ পর্বটি উপস্থাপনা করেছেন ফরিদুর রেজা সাগর।