রাত ৯টা ৪৫ মি, ৮ মে দেশ টিভি
চেনাশোনার বাইরে অনুষ্ঠানে 'দোহার'
প্রযোজনা: সুমন সাহা
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে দেশ টিভি আয়োজন করেছে একটি বিশেষ অনুষ্ঠান ‘‘চেনাশোনার বাইরে”। এতে সংগীত পরিবেশন করবে ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ডদল দোহার। এ অনুষ্ঠানে কবিগুরুর বাউলিয়ানা ঘরাণার গানগুলি মুলত উঠে আসবে দোহারের কন্ঠ ও সুরে। লোক সুর ও গায়কী নির্ভর সেসব গানে রবীন্দ্রসংগীতের একটি ভিন্ন আমেজ পরিলক্ষিত হবে।
সুমন সাহার প্রযোজনায় অনুষ্ঠানটি ৮মে শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।