রাত ৯টা, ৯ মে এন টিভি

মা দিবসের নাটক: আপন কথা

রচনা ও পরিচালনা: চয়নিকা চৌধুরী
অভিনয়: রিচি সোলায়মান, মাজনুন মিজান, তানজিন তিশা, রবিন

মা আর মেয়ে, মাধবী আর রূপা। দু’জনের ছোট্ট সুখের সংসার। মাধবী একাই সারাদিন পরিশ্রম করে যতটুকুই উপার্জন করে তা দিয়েই সংসার চলে। রূপার জন্য জোটে নতুন জামা, কসমেটিকস, পড়াশোনার খরচ, গল্পের বই কেনা, সিনেমা দেখা ইত্যাদি। নিজের দিকে তাকানোর কোন সময় নেই মাধবীর। রূপার সাথে দারুণ সম্পর্ক তানিমের। ওরা পরস্পরকে ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু মা মাধবী সবসময় মেয়েকে সাবধান করে, ভেবে-চিন্তে পথ চলতে বলে। মায়ের এই অতি সাবধানতা ভালো লাগেনা রূপার। বিরক্ত হয়, কিন্তু মুখে কিছু বলতে পারেনা, কারণ মাকেও সে ভীষণ ভালোবাসে যে।

১০ মে মা দিবস। দিবসটিকে সামনে রেখে এনটিভিতে প্রচার হবে মা দিবসের বিশেষ নাটক ‘আপন কথা’। চয়নিকা চৌধুরীর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- রিচি সোলায়মান, মাজনুন মিজান, তানজিন তিশা, রবিন প্রমূখ।

৯ মে ২০১৫

নাটক

 >  Last ›