৯ অক্টোবর সন্ধ্যা ৭টা, শিল্পকলা একাডেমি, ঝিনাইদহ

অঙ্কুর কমেডি উৎসবে

‘কঞ্জুস’এর মঞ্চায়ন

পরিবেশনায়: লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী)

ঝিনাইদহে আয়োজিত অঙ্কুর কমেডি উৎসবের অংশ হিসেবে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমিতে ‘কঞ্জুস’-এর মঞ্চায়ন হতে যাচ্ছে। উল্লেখ্য, লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) প্রযোজিত এই নাটকটি বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক মঞ্চায়িত নাটক। নাটকটির মূল রচয়িতা বিখ্যাত ফরাসি নাট্যকার মলিয়েরে। মলিয়েরের পুরো নাম জাঁ বাপ্তিস্তে পকেলিন। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব তারিক আনাম খান ব্যাঙ্গাত্মক এই নাটকটি বাংলায় রূপান্তর করেন। লিয়াকত আলী লাকীর নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হবে।


এটি মূলত ব্যাঙ্গাত্বক নাটক। এই নাটকে মানুষের কপটতা, ভণ্ডামী, মিথ্যা অহংকার ইত্যাদি বিষয়কে হাস্য-রসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। পুরানো ঢাকার মানুষের বৈশিষ্ট্যপূর্ণ জীবন ও সাংস্কৃতিক আঙ্গিকে নাটকটি বাংলায় রূপান্তরিত হয়। নাটকটিতে অভিনয় করছেন জেবুন্নেসা, আবদুল্লাহ আল মামুন, আবু বকর বকশী, সোবহান প্রমূখ।

সাতদিন/এমজেড

৯ অক্টোবর ২০১৫

নাটক

 >  Last ›