রাত ৯টা ৫০ মি, ২৩ মে ও সকাল ১১ টা ৩০ মি, ২৪ মে,  চ্যানেল আই

কৃষি বাজেট কৃষকের বাজেট

গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা: শাইখ সিরাজ

চ্যানেল আই-এর কৃষি বিষয়ক কার্যক্রম হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’। জাতীয় বাজেটে কৃষকের প্রত্যাশা, অধিকার ও চাহিদার সঙ্গে প্রাপ্তির একটি হিসাব কষতেই প্রতি বছর চলে আসছে এই কার্যক্রম। দেশের অর্থনীতিতে কৃষি ও কৃষকের অবদানকে সুনির্দিষ্ট করতে এবং কৃষককে অধিকার সচেতন করতে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের এ অনুষ্ঠান রেখেছে যুগান্তকারী ভূমিকা। এবাওে প্রচারিত কৃষি বাজেট কৃষকের বাজেটের তটি পর্বেও সার্বিকতা নিয়ে ২৩ মে চ্যানেল আইতে রাত ৯টা ৫০ মিনিট, ও ২৪ মে, সকাল ১১ টা ৩০ মিনিটে  প্রচার হবে এই অনুষ্ঠানটি ।

২৩ মে ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›