বিকাল ৩টা, ৯ মে, জাতীয় গণগ্রন্থাগার, ঢাকা
বৈশাখী প্রেমের কবিতা উৎসব
সাহিত্যের ছোটকাগজ ‘এবং মানুষ’-এর উদ্যোগে জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে ৯ মে বিকাল ৩টায় ‘বৈশাখী প্রেমের কবিতা উৎসব’-এর আয়োজন করা হয়েছে। উৎসবে ‘শত প্রেমের কবিতা’ সংকলন ও সাহিত্যের ছোটকাগজ ‘এবং মানুষ’-এর মোড়ক উন্মচন করা হবে। উৎসবের অংশ হিসেবে থাকছে কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় সংসদ সদস্য কাজী রোজী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিশাত খান, সরকার মাহবুব, গোলাম কিবরিয়া পিনু, আসলাম সানী এবং কামরুল ইসলাম।
সাতদিন/এমজেড