সন্ধ্যা ৬টা ৩০ মি, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা
রবীন্দ্রনাথের গান নিয়ে
সুরের ধারার সংগীতসন্ধ্যা
৮ মে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে ঢাকার গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ৯ মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এক সংগীতসন্ধ্যার আয়োজন করেছে। এই আয়োজনে অংশ নিচ্ছে প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সংগঠন ‘সুরের ধারা’। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, ১৯৯২ সালে রেজওয়ানা চৌধুরী বন্যা ‘সুরের ধারা’ প্রতিষ্ঠা করেন। বিশ্বভারতী থেকে রবীন্দ্রসংগীতে উচ্চশিক্ষা সমাপ্ত করে আসা এই শিল্পী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
সাতদিন/এমজেড