রাত ৮টা, ১০ মে, এসএটিভি
মা দিবসের অনুষ্ঠান
মাকে মনে পড়ে
অংশগ্রহনে: আরিফ, মন্টি, নন্দিতা, সেরিন, তুরিন ও বৃষ্টি
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
১০ মে আন্তর্জাতিক মা দিবস। দিবসটি উপলক্ষে এসএ টেলিভিশনের বিশেষ আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশী আইডলের ৬ শিল্পীর অংশগ্রহনে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মাকে মনে পড়ে’। অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীরা হলেন—আরিফ, মন্টি, নন্দিতা, সেরিন, তুরিন এবং বৃষ্টি। এই ছয়জন শিল্পীর প্রত্যেকে অনুষ্ঠানে মা নিয়ে একটি করে বিখ্যাত গান পরিবেশনক করবেন।
কামরুজ্জামান রঞ্জুর প্রযোজনায় এসএ টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হবে ১০ মে রাত ৮টায়।
সাতদিন/এমজেড