বিকেল ৫ টা ৩০ মি, ১০ মে আর টিভি
মা দিবসের নাটক
স্বপ্ন চোর
রচনা ও পরিচালনা: মিনহাজ
অভিনয়: মনিরা মিঠু, ডা: এজাজা, শতাব্দী ওয়াদুদ, তৌসিফ, শবনম ফারিয়া
নাটকে দেখা যাবে, উচ্চাভিলাসী মধ্যবিত্ত ঘরের মা মুনিরা। সন্তান কে নিয়ে তার বড় স্বপ্ন । এ স্বপ্ন পূরন করার জন্য সন্তান তৌসিফকে পড়াশোনার চাপে ফেলে। এ চাপের মধ্যেও তৌসিফ প্রেমে পড়েন পাশের বাড়ি ফারিয়ার সাথে। বারবার বাঁধা হয়ে দাঁড়ান মা।কিন্তু একসময় মাকে হার মানতে হয়।
মা দিবস উপলক্ষে আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক স্বপ্নচোর। মিনহাজ এর রচনা ও পরিচালনায় নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু, ডা: এজাজা, শতাব্দী ওয়াদুদ, তৌসিফ, শবনম ফারিয়া। নাটকটি প্রচার হবে মা দিবসে আরটিভিতে রবিবার বিকেল ৫ টা ৩০ মিনিটে।