সকাল ১০টা ২০ মি, ১০ মে, বৈশাখী টিভি
আলাপ-এর অতিথি ফাল্গুনী হামিদ
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা
বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’-এর এবারের পর্বের অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী ও নির্মাতা ফাল্গুনী হামিদ। অভিনয় ও পরিচালনার জন্য বেশি পরিচিত হলেও তিনি পাশপাশি সাবাদিকতা ও লেখালেখি করে গেছেন। তিনি টানা ১৮ বছর সাংবাদিকতা করেছেন। উপন্যাস ও গল্প’সহ তাঁর গোটা দশেক বই প্রকাশিত হয়েছে।
পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন শান্তা।
সাতদিন/এমজেড