মা এবং অতঃপর

রাত ৮ টা, ১০ মে ও সকাল ৮টা ১৫মি, ১১ মে, বৈশাখী টিভি

মা দিবসের বিশেষ নাটক

মা এবং অতঃপর

রচনা : সাগর জাহান
পরিচালনা : চয়নিকা চৈাধুরী
অভিনয়: মাহফুজ আহমেদ, ডলি জহুর, শর্মিলি আহমেদ

নিলয় তার স্ত্রী মুনিয়া আর মাকে নিয়ে অনেক সুখে দিন পার করছিল। বিয়ের ছয় মাস পর নিলয় হঠাৎ জানতে পারে এতো দিন যাকে মা বলে জানতো সে তার আসল মা নয়, তার জন্মদাতা মা অন্য একজন যিনি গ্রামে থাকেন। এরকম এক গল্প নিয়ে চয়নিকা চৌধুরী নির্মাণ করলেন মা দিবসের বিশেষ নাটক ‘মা এবং অতঃপর’।

সাগর জাহানের রচনা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শর্মিলী আহমেদ, ডলি জহুর, অর্ষা প্রমুখ।

সাতদিন/এমজেড

১১ মে ২০১৫

নাটক

 >  Last ›