বিকাল ৫টা ৩০ মি, ১১ মে, এসএ টিভি
বেলাশেষে’র অতিথি
অভিনয় ও সংগীতশিল্পী আরজুমান্দ আরা বকুল
উপস্থাপনা: এলিনা শাম্মী
প্রযোজনা: কাজী চপল
একাধারে অভিনয়শিল্পী, সংগীতশিল্পী এবং সংগঠক আরজুমান্দ আরা বকুল অভিনয়ের জন্যই বেশি পরিচিত। তাঁর জন্ম ও বেড়ে ওঠা বগুড়ায় নানার বাড়িতে। বর্তমানে ছোট এবং বড় পর্দায় অভিনয় করে যাচ্ছেন। গানের ক্ষেত্রে তাঁর পছন্দ লোকসংগীত। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনে গান করেছেন বিভিন্ন সময়ে।
আরজুমান্দ আরা বকুল আসছেন এসএ টেলিভিশনের সান্ধ্যকালিন আড্ডার আসর ‘বেলাশেষে’র অতিথি হিসেবে। অনুষ্ঠান সঞ্চালনায় থাকছেন এলিনা শাম্মী। কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হয় এসএ টেলিভিশনে।
সাতদিন/এমজেড