সকাল ১০টা ২০ মি, ১১ মে, বৈশাখী টিভি

আলাপ-এর অতিথি

আলোকচিত্রী নাসির আলী মামুন

প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা

আন্তার্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী নাসির আলী মামুন আসছেন বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’-এর অতিথি হয়ে। অনুষ্ঠানে তিনি জানাচ্ছেন তাঁর জীবনের নানা অভিজ্ঞতা, বর্তমান ব্যস্ততা ও বিভিন্ন বিষয়ে নিজস্ব চিন্তা-ভাবনার কথা বলবেন।

নাসির আলী মামুনের জন্ম ১৯৫৩ সালে, মৌলভীবাজার জেলায়। শৈশব থেকেই তিনি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়িয়েছেন। তিনি মূলত প্রতিকৃতি আলোকচিত্রী। অসংখ্য বিখ্যাত ব্যক্তিত্বকে তিনি ক্যামেরা-বন্দী করেছেন অসধারণ শেল্পিক দক্ষতায়। শিল্পাঙ্গনে তিনি ক্যামেরার কবি নামে পরিচিত। ছবি তোলার পাশাপাশি তিনি সাক্ষাৎকার নিয়েছেন বহু বিখ্যাত মানুষের। প্রকাশিত হয়েছে তাঁর বেশ কিছু বইও।

পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি এবারের পর্বটি সঞ্চালনা করছেন শান্তা।

সাতদিন/এমজেড

১১ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›