বিকাল ৫ টা ৩০ মি, ১২ মে, চ্যানেল আই

‘কথা প্রসঙ্গে’-এর অতিথি

নৃত্যশিল্পী শিবলী ও নীপা

গ্রন্থনা ও সঞ্চালনা: তানভীর তারেক
প্রযোজনা: মোহাম্মদ নান্টু ও জামাল রেজা

চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে নতুন ধারার অনুষ্ঠান কথা প্রসঙ্গে। এবারের অতিথি হিসেবে থাকছেন দেশ সেরানৃত্যজুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা। সাথে থাকবেন এ সময়ের বিভিন্ন শ্রেনী পেশার ক’জন তরুণ। উপস্থাপকের প্রশ্নের পাশাপাশি অতিথিদের বিভিন্ন বিষয নিয়ে প্রশ্ন করেছেন তরুন তরুনীরাও। তাই এক অভিনব আড্ডায় উঠে এসেছে এ সময়ের নৃত্যচর্চা থেকে শুরু করে সমসাময়িক নানান প্রসঙ্গ।

তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় নতুন ধারার অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি মঙ্গলবার প্রচারিত হচ্ছে বিকাল ৫ টা ৩০ মিনিটে চ্যানেল আইতে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ নান্টু ও জামাল রেজা।

কথা প্রসঙ্গে অনুষ্ঠান নিয়ে তানভীর তারেক বলেন, ‘আসলে এটি একজন সাধারণ তরুন তরুণরীর সাথে তারকাদের সরাসরি একটা যোগাযোগ স্থাপনার অনুষ্ঠান। সাধারনত শুধুউপস্থাপক প্রশ্ন করলে সে গতানুতিক টক শোতেই তা পরিনত হয়। কিন্তু অন্য শ্রেনীপেশার মানুষেরা আড্ডায় অংশ নেবার কারনে অনুষ্ঠানটি আলদা মাত্রা পেয়েছে। আর এ কারনেইচ্যানেল আইতে কয়েক পর্ব প্রচারের পরই দারুণ সাড়া পাচ্ছি।’

সাতদিন/এমজেড

১২ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›