রাত ৮টা ৪০ মি, গাজী টিভি

ধারাবাহিক নাটক: ওয়ারিশ

পরিচালনা: ওয়াজেদ আলী বাবলু
রচনা: মাহাবুব হাসান
অভিনয়: শাহেদ, মুক্তি, লিমা, এস এম মহসিন, রাশেদ মামুন অপু


শাহেদ শরীফ খান ডাকাতের বংশধর। তার পূর্ব পুরুষদের কেউ কেউ এখনও ডাকাতি করে থাকেন। তবে তিনি সুভদ্র। ফেরারি ফরহাদের রচনায় এমন একটি গল্পের চরিত্র নিয়ে আজ থেকে শাহেদ শুটিং শুরু করেছেন ‘ওয়ারিশ’ নামে একটি ধারাবাহিক নাটকের। এটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী বাবলু। নাটকের গল্পে দেখা যায়, মামুনুর রশীদের পূর্ব পুরুষ কেউ বেঁচে নেই। এখন সে-ই ডাকাতের সর্দার। তার সঙ্গে আছেন বেশ ক’জন সাঙ্গপাঙ্গ। পাশের বিভিন্ন গ্রামে টার্গেট করে তারা ডাকাতি করেন এখনও। এরই মধ্যে দীর্ঘদিন পর বাইর থেকে গ্রামে আসে মামুনুর রশীদের একমাত্র নাতি শাহেদ। এরপরই নানা সমস্যায় গল্প এগিয়ে যায় অন্যদিকে। শাহেদ বলেন, আমার খুবই ভাল লাগছে এমন একটি চরিত্রে অভিনয়ে। মন দিয়ে তাই অভিনয়ও করছি। চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং। আশা করছি ভালভাবেই অভিনয় করতে পারবো।

ধারাবাহিক এ নাটকের গল্পে আরও দেখা যাবে, মামুনুর রশীদের শত্রুতা রয়েছে ব্যবসায়িক দালাল এস এম মহসিনের সঙ্গে। তাই তো শাহেদ দালালের মেয়ে গোলাম ফারিয়া ছন্দার সঙ্গে দ্বন্দ্বে জড়ায়। গল্প এগিয়ে যায় অন্যদিকে।

১২ মে ২০১৫

নাটক

 >  Last ›