বিকাল ৪টা ১৫ মি, ১৯ মে, চ্যানেল আই

‘আমার ছবি’র অতিথি অভিনেত্রী নূতন

উপস্থাপনা: শফিউজ্জামান খান লোদী
গ্রন্থনা ও নির্দেশনা: শামীম আলম দীপেন


মঙ্গলবার চ্যানেল আই'য়ে প্রচারিত হবে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান 'আমার ছবি'র ৬৯৮ পর্ব। এই পর্বের অতিথি হিসেবে থাকছেন নৃত্যপটিয়সী জনপ্রিয় নায়িকা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নূতন। এই সাক্ষাতকারে উপস্থাপকের সাথে আলাচারিতার মাধ্যমে উঠে এসেছে নূতনের চলচ্চিত্রে আগমন,জনপ্রিয় হয়ে ওঠা এবং উল্লেখযোগ্য অবস্থান তৈরির বিষয়গুলো। অসংখ্য ছবিতে অভিনয়কারী নায়িকা নুতনকে নিয়ে আবর্তিত হয়েছে 'আমার ছবি'র ৬৯৮ এবং ৬৯৯-এই দুই পর্ব।


'আমার ছবি'র পরিকল্পনা, গ্রন্থনা ও নির্দেশনায় রয়েছেন শামীম আলম দীপেন ও শফিউজ্জামান খান লোদী এবং সম্পাদনায় এ কে আজাদ। উপস্থাপনায় থাকছেন শফিউজ্জামান খান লোদী। ড্রীম মার্চেন্ট প্রযোজিত অনুষ্ঠানটির রয়েছে পরিবেশনায় ইমপ্রেস টেলিফিল্ম।

সাতদিন/এমজেড

১৯ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›